বাংলাদেশ কেনো হারলো

 টাইটেল: বাংলাদেশ কেনো হারলো?

ছবি: শেষ মিনিট ফাউল

বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটা তো আমরা সবাই দেখেছি। সেই ম্যাচে বাংলাদেশ আসলে হেরে গেল কোথায়। এটা নিয়েই অনেক চুলচেরা বিশ্লেষণ হয়ে গেছে। কিন্তু আসলে কি আমাদের ওই ম্যাচটা জেতার উচিত ছিল নাকি আমরা ওই ম্যাচটা হারা ডিজার্ব করি। আসলে বাংলাদেশ সিঙ্গাপুরের এই ম্যাচটা শুরুর এক মাস আগে থেকে অনেক বেশি হাইপ উঠে হয়ে গিয়েছিল। সেজন্যই হয়তো প্লেয়াররাও একটু হলেও চাপে পড়েছিল। সেদিন মাঠে ছিল হাজার হাজার দর্শক মাঠের বাইরে লক্ষ্য লক্ষ্য মানুষ খেলা দেখেছিল। 

ছবি: শমিত শোম 

বাংলাদেশের ফুটবলাররা এর আগে কখনো এত প্রেসার ম্যাচ খেলে নাই একমাত্র  হামজা চৌধুরী বাদে । 

এই ম্যাচের সমীক্ষণ খেললো দুর্দান্ত খেলছে। কিন্তু মূল সমস্যাটা হয়েছিল আমাদের মিডে।আমি বলব এই ম্যাচটা হারার পিছনে সবথেকে বড় দায়ী আমাদের কোচ হাবিয়ার কাবরেরা। তিনি কি কারণে জামাল ভূঁইয়াকে নামালেন না এটা এখনো অস্পষ্ট। 

ছবি : বাংলাদেশ ফুটবল দল




তাকে অবশ্যই জবাবদিহিতা আওতায় আনা উচিত। তবে সবচেয়ে বড় হতাশ হয়েছে রেফারি।

 লাস্ট মিনিটের ওই ফাউলটা পৃথিবীর যেকোনো ফুটবলপ্রেমীদের কাছে পেনাল্টি মনে হবে। পৃথিবীর যেকোন রেফারি ওইটাকে পেনাল্টি দিত। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেদিন ঐ পেনাল্টি টা আর পাওয়া হয় নাই। আমরা মূলত ম্যাচটা হেরে গিয়েছি সেখানেই। তবে যাই হোক সামনে আমাদের হংকং এর সাথে ম্যাচ রয়েছে। আশা করব আমরা স্বরূপে ফিরে আসবো। 

লেখা: রবিউল ইসলাম





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url